বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটিতে একাধিক পদে সরাসরি সাক্ষাতে লোকবল নিয়োগ দেওয়া হবে ।
আবেদন করার
মাধ্যম অফলাইন
আবেদন
শুরুর তারিখ চলমান
আবেদনের
শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট https://www.bombaysweetsbd.com
পদের নাম: বিক্রয় প্রতিনিধি (সেলস্ রিপ্রেজেনটেটিভ)।
পদ সংখ্যা: নির্ধারিত নয় । শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস।
(স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে)।
কাজের ধরন: স্টেশনারি,
মুদি ও টংসহ সব ধরনের দোকান থেকে অর্ডার নেওয়া ও সে মোতাবেক পণ্য সরবরাহ নিশ্চিত
করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ।
অভিজ্ঞতা: প্রযোজ্য
নয় । তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার
দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা, স্টুডিও থেকে প্রিন্টেড
সাম্প্রতিক তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল
সনদপত্রসহ সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও ভোটার আইডি
কার্ড/জন্ম সনদের ফটোকপিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য
অনুরোধ করা যাচ্ছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিল্ড
ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং-এর পর, নির্বাচিত প্রার্থীদেরকে কোম্পানির নিয়ম
অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোন টিএ/ডিএ প্রদান
করা হবে না।
পদের নাম: জোন-ইনচার্জ ও এরিয়া সেলস ম্যানেজার ।
পদ সংখ্যা: নির্ধারিত নয় । শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস ।
অভিজ্ঞতা স্বনামধন্য
কোন ভোগ্যপণ্য প্রস্তুতকারী (এফএমসিজি) প্রতিষ্ঠানে জোন ইনচার্জের ক্ষেত্রে সমপদে
ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা ও এরিয়া সেলস ম্যানেজারদের ক্ষেত্রে সমপদে ন্যূনতম
তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন: বিক্রয়
প্রতিনিধিদের পারফর্মেন্স পর্যবেক্ষণ করার মাধ্যমে বণ্টনকৃত বিক্রয় লক্ষ্যমাত্রা
অর্জন। বাজারে পণ্যের উপস্থিতি ও প্রদর্শন নিশ্চিত করা এবং নির্দিষ্ট পণ্যসমূহের
বাজার সম্ভাবনা নিরূপণ করে পরিবেশক নিয়োগ করা।
এ পদে নিয়োগের জন্য সাম্প্রতিক তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট
ছবি, পূর্ণাঙ্গ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, ভোটার আইডি কার্ড
ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে
হবে। জোন-ইনচার্জ ও এরিয়া সেলস ম্যানেজারের জন্য বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও
মৌখিক পরীক্ষার তারিখ বায়োডাটাতে উল্লিখিত ফোন নম্বরে জানানো হবে।
বয়সসীমা: অনূর্ধ্ব
৩০ বছর।
কর্মস্থল: বাংলাদেশের
যে কোনো জেলা।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বম্বে
সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড। ক-৬৩, কুড়াতলী (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি
বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত, ঢাকা-১২২৯, ফোন: ০১৭১৩০৭৮৬২০
আবেদনের শেষ তারিখ: ১০
আগস্ট, ২০২৩।